স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার সাধুহাটি-তৈলটুপি সড়কের আরশিনগর নামক স্থানে আলমসাধু ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে রকিবুল (৬০) নামে একজন নিহত ও অপর ২ জন আহত হয়েছে। শুক্রবার রাত ৮ টার দিকে এঘটনা ঘটে। নিহত রকিবুল উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। হরিণাকু-ু থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার কুলবাড়িয়া বাজার থেকে একটি পাখিভ্যান যোগে ডেকোরেটর ব্যবসায়ী রকিবুল সাতব্রীজের দিকে যাচ্ছিলেন। অপর দিক থেকে দ্রুতগামী একটি আলমসাধু পাখিভ্যানটিকে মুখোমুখো ধাক্কা দিলে ডেকোরেটর ব্যবসায়ী রকিবুল ঘটনাস্থলেই নিহত হন। এসময় আলমসাধু চালক উপজেলার বোয়ালিয়া গ্রামের ওমর আলীর ছেলে জাফিরুল (৩৫) মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। অপর পাখিভ্যান চালক পাশর্^বর্তী কুষ্টিয়া জেলার ইবি থানার শংকরদিয়া গ্রামের জহুরুল ইসলাম দেহের বিভিন্নস্থানে আঘাত প্রাপ্ত হয়ে হরিণাকু-ু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের না করায় হরিণাকু-ু থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি আসাদুজ্জামান জানান।