এইচ মাহবুব মিলু,হরিণাকুন্ডু ॥ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনে আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৯ উদযাপনে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ভোক্তা র্যালী হরিণাকুন্ডু পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন ভোক্তা ও জোড়াদহ কলেজ অধ্যক্ষ শরিফুল ইসলাম, সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী, প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এছাড়াও বিভিন্ন দপ্তর প্রধান, ব্যবসায়ী, ভোক্তাশ্রেণী স্কুল-কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিলেন নির্বাহী অফিসার।