হরিণাকুন্ডু অফিসঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু থানায় নৌকা পুড়ানো কে কেন্দ্র করে অভিযোগ দ্বায়ের হয়েছে। থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ও উপজেলা আ”লীগের সভাপতি নৌকার মাঝি আলহাজ্জ মশিউর রহমান জোয়ার্দ্দার জানান শুক্রবার দিবাগত রাত ১২ টার পরে একদল দূর্র্বৃত্ত ভালকী বাজারে উপজেলা নির্বাচনে আ”লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের সামনে টাঙ্গানো নৌকার প্রর্তীকৃতি আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় থানায় কাপাশহাটিয়া ইউনিয়ন আ”লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল জোয়ার্দ্দার বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। নৌকার ভালকী সেন্টার সভাপতি বদরউদ্দীন মন্ডল মেন্টু জানানর রাত ১২টার দিকে অফিসের নির্বাচনী কার্যক্রম শেষ করে নেতাকর্মী রা বাড়ি চলে যাওয়ার পর একদল সস্ত্রাসী অফিসের সামনে অবস্থিত নৌকা পুড়িয়ে দেয়, পরে ভোর রাতে ফজরের নামাজ পড়তে পড়তে আসা মুসল্লিগণ আগুনে পোড়া নৌকা দেখতে পায়। এ ঘটনায় কাপাশহাটিয়া ইউনিয়ন আ”লীগের সভাপতি আব্দুল মজিদ মন্ডল বলেন, নিজেদের পরাজয় নিশ্চিত জেনে নৌকার প্রতিপক্ষ অত্র এলাকার একদল সস্ত্রাসীদের যোগসাজসে এহেন ঘৃর্ণিত কাজ করে যাচ্ছে। তিনি আরো জানান ইতি পূর্বে জোড়াদহ ইউনিয়নের হরিশপুর গ্রামে নৌকা পোড়ানোসহ জোড়াদহ কালী তলায় নৌকার প্রতিকৃর্তী ভাংচুর করা হয়েছে। নৌকার মাঝি আলহাজ্জ মশিউর রহমান জোয়ার্দ্দার বলেন উপজেলাবাসীর হৃদয়ে নৌকা এধরণের ঘটনা ঘটিয়ে নৌকার পরাজয় ঘটানো সম্ভব নয়।