আমার নিউজ ডেক্স: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে “প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” এই মূল প্রতিপাদ্য বিষকে সামনে রেখে বুধবার সকালে র্যলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ছাত্র-ছাত্রী, অভিভাবক, রাজনৈতিক ব্যাক্তিবর্গে অংশগ্রহনে বর্ণাঢ্য র্যালী হরিণাকুন্ডু প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমানের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার জি এম কামাল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জোড়াদহ কলেজ অধ্যক্ষ শরিফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মমিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহমুদ হাসান, ফারহানুল হক, শাহানাজ পারভীন, জেসমিন আরা, শিশুকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী, মাধ্যমিক একাডেমীক সুপাইভাইজার মাছুরা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিস হিসাব সহকারী মুকুল হোসেন, সহকারী শিক্ষক আব্দুস সামাদ আজাদ দিপু প্রমুখ।