হরিণাকুন্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী, থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য, মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার মহিউদ্দীন মাষ্টারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা, উপজেলা আ”লীগের সভাপতি আলহাজ্জ মশিউর রহমান জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে আ”লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ নেতাকর্মীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের নেতৃত্বে ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেষার মানুষের সমন্ময়ে র্যালী হরিণাকুন্ডুর প্রধান সড়ক প্রদক্ষীন শেষে জাতির পিতার প্রতিকৃর্তীতে পূষ্পমাল্য অর্পণ করেন। পরে “বঙ্গবন্ধুর জন্মদিন জীবন করো রঙ্গিন” এই মূল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী অফিসারের সভাপতিত্বে অধ্যক্ষ শরিফুল ইসলামের পরিচালনায় আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান, সমাজ সেবাকর্তা কৌশিক খান, মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওয়ালিউর রহমান, পল্লীবিদ্যৎ এজিএম শেখ আব্দুর রহমান,মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, প্রধান শিক্ষক নিয়ামত আলী, শহিদুল ইসলাম, শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী তাহমিনা তাহসিন নিশাদ, প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র পল্লব-এ-রাসেল। আলোচনা শেষে দিবসটির উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা আ”লীগ কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা আনুষ্ঠানিক ভাবে উত্তোলন করা হয়, পরে উপজেলা সভাপতি ও নৌকার মাঝি আলহাজ্জ মশিউর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের পরিচালনায় আলোচনায় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।