হরিণাকুন্ডু প্রতিনিধিঃ
হরিণাকুন্ডুতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে, সোমবার সন্ধায় উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে ৩ দিন ব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ফুটবল বালকে দরিবিন্নী মাধ্যমিক বিদ্যালয় ভায়না মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।অন্যদিকে বালিকাদের ফুটবলে চারুমননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা।
এ সময় উপজেলা কৃষি অফিসার আরশেদ আলী চৌধুরী, যুব উন্নয়ন অফিসার বেল্লাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।