সিরাজগঞ্জের বেলকুচিতে ৫৮৯ বোতল অ্যালকোহল সহ এক জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -১২। আটক ওই ব্যক্তির নাম ইয়াসিন আরাফাত (২০)। তিনি বেলকুচির বেড়া খারুয়া গ্রামের শাহ আলমের পুত্র।
র্যাব-১২ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (২০ মার্চ) বেলা সাড়ে এগারোটায় বেলকুচি পৌরসভার মনির হোমিও ঔষধের দোকানে অভিযান চালায় র্যাব। এসময় দোকান থেকে ৫৮৯ বোতল অ্যালকোহল সহ ওই ব্যক্তিকে আটক করা হয়। যার ওজন সাড়ে ১৭ লিটার। আটক ওই ব্যক্তির নিকট থেকে একটি মোবাইল ফোন ও নগদ সাড়ে ছয় হাজার টাকা জব্দ করেছে র্যাব।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে জেলার বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।
মাহবুব চৌধুরী , সিরাজগঞ্জ :/