সিংড়া( নাটোর)প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিংড়া উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে পুজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল বিহারি দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নাটোর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট সুশান্ত কুমার ঘোষ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওদুদ দুদু, নাটোর জেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতিসুব্রত কুমার সরকার, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক চাঁদ মোহন সরকার প্রমূখ। সভায় বক্তারা নারী নির্যাতন বন্ধসহ সরকারকে কঠোর হবার জন্য আহবান জানান।