স্টাফ রিপোর্টার:
যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন হক ও সিনিয়র ভিডিও জার্নালিস্ট আহসান উল্লাহ খন্দকারের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
শনিবার রাতে বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু সংগঠনের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানান।
জানা গেছে, আন্তর্জাতিক বাণিজ্য মেলার সংবাদ সংগ্রহের কাজ শেষে ফেরার পথে রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকায় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন হক ও ভিডিও জার্নালিস্ট আহসান উল্লাহ খন্দকারের ওপর হামলার ঘটনা ঘটে।
একইসঙ্গে হামলায় জড়িতদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা।
রূপগঞ্জ থানার ওসি এ এস এম সাহেদ জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। হামলাকারী মেলায় আসা বহিরাগত বলে প্রাথমিকভাবে জানা গেছে।