ষ্টাফরির্পোর: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের অভিযানে চোর চক্রের সদস্য সহ একটি আলমসাধু উদ্ধার করেছে পুলিশ বৃহস্পৃতিবার ডাকবাংলা বাজার হতে।আটককৃত ব্যাক্তির নাম মো: সাধু (২৫) পিতা আব্দুল মালেক গ্রাম হাসনহাটি চুয়াডাঙ্গা।চুরির ঘটনা ঘটে বুধবার সকালে পার্শ্ববর্তী জেলার চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজার থেকে।আলমসাধুর মালিক আব্দুল মালেক জানান,আমি অসুস্থ থাকাই একজনকে গাড়ি ভাড়াই দিই সে বুধবার সকলে সরোজগঞ্জ বাজারে গাড়ি রেখে বাইরে গেলে এসে দেখে গাড়ি আর নেই।এ বিষয় ডাকবাংলা ক্যাম্পে জানালে পরেরদিন বৃহস্পতিবার সকালে ডাকবাংলা বাজার থেকে চোর সন্দেহে চালক সহ গাড়িটি উদ্ধার করে। এ বিষয়ে ডাকবাংলা ক্যাম্পের ইনচাচৃ তৌহিদুর ইসলাম জানান,পুর্বের অভিযোগর ভিক্তিতে বৃহস্পতিবার সকালে ডাকবাংলা বাজার থেকে চোর সহ গাড়িটি আটক করা হয়।সে সাধুহাটির সাদ্দামের কাছ থেকে গাড়িটি কেনার কথা বলেন কিন্তু সাধুটিতে এমন কাউকে খুজে পাইনি।পরে সিসি টিভির ফুটেজ দেখে শনাক্ত করা হয়। পরে প্রথমে আটক করা ব্যাক্তির তথ্য মতে মো: সাধু (২৫) তার নিজ গ্রাম হাসনহাটি থেকে আটক করা হয়।