আমার নিউজ ডেক্স: যশোরে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত নিহত হয়েছে। যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ঝালকাঠি জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. সোহেল খান (৩৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় যশোর শহরের খাজুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সে চালকের পাশের আসনে বসা ছিল সোহেল। নিহত সোহেল ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার আবদুল খালেক খানের ছেলে।
নিহতের বড় ভাই ইলিয়াছ খান জানান, সোহেল ঢাকায় অ্যাম্বুলেন্স ভাড়া দেয়ার ব্যবসা করতো। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে যশোর শহর থেকে রোগী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়া হয় সোহেল। খাজুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের চালকের পাশের আসনে বসা সোহেল ঘটনাস্থলেই নিহত হয়।
দুর্ঘটনার পরপরই পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান নিহতের বড় ভাই।