মোংলা প্রতিনিধিঃ মোংলা বাজারের গরুর মাংস ব্যবসায়ী মোঃ জাকির হোসেন হাওলাদার ওরফে কসাই জাকির মৃত্যু বরন করেছেন।। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ….রাজিউন) আমরা তো আল্লাহর এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাবো।মোংলা পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের ও মোংলা মাংস বাজার সমিতির সহ সভাপতি ছিলেন মোঃ জাকির হোসেন হাওলাদার । তিনি মোংলা পৌর এলাকার ৬ নং ওয়ার্ডে বসবাস করতেন । মরহুম মোঃ জাকির হোসেন হাওলাদার আনুমানিক রাত ৮টার দিকে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ,২ পুত্র সহ গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সকাল ১০ টায় মোংলা বিএলএস জামে মসজিদে জানাজার নামাজ শেষে মোংলা পৌর কবর ¯’ানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে মোংলা মাংস বাজার সমিতির পক্ষ হতে ৩ দিনের শোক পালনের জন্য সকল প্রকার মাংসের দোকান বন্ধ থাকবে বলে জানান, মাংস ব্যবসায়ী বাপ্পা রাজ। মোঃ জাকির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মোংলা পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও মোংলা বাজারের সকল ব্যাবসায়ী গন।
Attachments area