জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:
মেয়ের বাড়ি থেকে বাড়ি ফেরা হলোনা হেমেলা ও তার ছেলের। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার নামক স্থানে গ্যাস বহনকারী ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী হেমেলা খাতুন (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার (৩০ জানুয়ারী) বিকেল সাড়ে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেমেলা খাতুন উপজেলার পিরোজপুর গ্রামের জালাল হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ছেলের সাথে মোটরসাইকেলে যশোরের সাতমাইল এলাকায় মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি পিরোজপুরে ফিরছিলেন। পথিমধ্যে বারবাজার বাসস্ট্যান্ড পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এরপর পিছন দিক থেকে আসা গ্যাস বহনকারী একটি ট্রাক এসে তাকে পিষ্ট করে। এ সময় তিনি ঘটনাস্থলেই মারা যান।
বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবা উদ্দিন ট্রাক চাপায় নারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, হেমেলা খাতুন ও তার ছেলের সাথে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে একটি ভ্যানের সাথে ধাক্কা লেগে পড়ে যান। এসময় একটি এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
লাশটি উদ্ধার করে জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।