আমার নিউজ ডেক্স: মুসলিমদের লোকসভার নির্বাচনে প্রার্থী করা হবে না বলে জানিয়েছেন বিজেপির এক নেতা। লোকসভা নির্বাচনে কোনো মুসলিমকে প্রার্থী করা হবে না বলে জানিয়েছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক শীর্ষ নেতা। তার মতে, মুসলিমরা বিজেপিকে বিশ্বাস করে না। এনডিটিভি জানায়, এ হেন কে এস ঈশ্বরাপ্পা এক সময় কর্নাটকে বিজেপি সরকারের উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
কর্নাটকের এ নেতা বলেন, “লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি কোনো মুসলমানকে প্রার্থী করবে না। কারণ তারা বিজেপিকে বিশ্বাস করে না। উত্তর কর্নাটকের কোপ্পালের এক নির্বাচনী সভায় তিনি বলেন, “কংগ্রেস মুসলিম ধর্মের মানুষদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করে। কিন্তু নির্বাচনে লড়ার সুযোগ দেয় না। আমাদের বিশ্বাস করেন না বলে আপনাদের আমরা টিকিট দেব না!
৭০ বছর বয়সী এ নেতার এমন মন্তব্যে সমালোচনার সৃষ্টি হয়েছে। এর আগেও সংখ্যালঘু মুসলিমদের নিয়ে মন্তব্য করে তিনি বিতর্কিত হন। গত বছর তিনি বলেছিলেন, কংগ্রেসের সঙ্গে থাকা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা ‘অপরাধী’ আর যারা তাদের (বিজেপি) সমর্থন করেন তারা ‘ভালো মুসলিম’।