হরিণাকুন্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডুর উপজেলার বেসরকারী শিক্ষকদের সংগঠন বিটিএ এর আয়োজনে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যান ট্রাষ্টের জন্য ১০% কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবীতে শিক্ষকরা মানব বন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা দোয়েল চত্ত্বরে সংগঠনের সভাপতি জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে বেসরকারী শিক্ষকদের মানববন্ধনে বক্তব্য রাখেন ভায়না শহীদ মোশাররফ হোসেন দলিল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান আব্দুর রাজ্জাক, মানদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুুল হোসেন, চর-আড়–য়াকান্দী দাখিল মাদরাসার সুপার আঃ রউফ এ সময় মানববন্ধনে উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্টানের শতাধিক প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সংগঠনের সভাপতি অধ্যক্ষ শরিফুল ইসলামও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের স্বাক্ষরিত বেতন ভাতা থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যান ট্রাষ্টের জন্য ১০% কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবী সম্বলিত স্মারকলীপি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের প্রতিনিধির হাতে হস্তান্তর করেন।