আমার নিউজ ডেক্স: ভোট শেষে সরঞ্জাম নিয়ে ফেরার পথে রাঙামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তদের এলোপাথারি গুলিতে এক প্রিসাইডং অফিসারসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো অন্তত সাতজন। সোমবার বাঘাইছড়ি-দিঘিনালা সড়কের নয় মাইল এলাকায় এ হামলা হয়।
নিহতরা হলেন- প্রিসাইডিং অফিসার স্থানীয় শিজক মহাবিদ্যালয়ের শিক্ষক আব্দুল হান্নান। বাকিদের একজন পোলিং অফিসার ও তিনজন আনসার সদস্য। তবে তাদের নাম জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, বাঘাইছড়ির একটি কেন্দ্রে ভোট গ্রহণ শেষে নির্বাচনী সরঞ্জাম নিয়ে প্রিসাইডিং কর্মকর্তাসহ অন্যরা উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে নয় মাইল এলাকায় তাদের উপর গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারী। এতে অন্তত পাঁচজন নিহত হন। আহত হন আরও অন্তত সাতজন।