ময়মনসিংহ জেলা প্রতিনিধি||৬ই মার্চ
দেশের ক্রমবর্ধমান মৎস্য চাষের উন্নত মানের পোনা উৎপাদনের নিমিত্ত সারা দেশে প্রায় ৯০০ টি সরকারী ও বেসরকারী হ্যাচারীতে মাছের কৃত্রিম প্রজনন পদ্ধতি ব্যবহ্নত হয়ে আসছে।কার্প জাতীয় (রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, সিলভার, বিগহেড ইত্যাদি) মাছের পরিচিতি, কার্প জাতীয় মাছের ডিম ধারণ ক্ষমতা (Fecundity),
মাছের প্রজনন সংক্রান্ত তথ্যাবলী, কৃত্রিম প্রজনন পদ্ধতি ও কৌশল, হ্যাচারী স্থাপনের বিবেচ্য বিষয় এবং মাটি ও পানির গুনাগুন, হ্যাচারির আনুষঙ্গিক অংশ এবং প্রয়োজনীয় উপকরণ, প্রজননের প্রকৃত সময়,
প্রজনন কাজে ব্যবহ্নত উপযুক্ত হরমোন ও প্রয়োগমাত্রা, ব্রুড মাছের মজুদপূর্ব ও মজুদ পরবর্তী ব্যবস্থাপনা, ব্রুড মাছের স্বাস্থ্য ও রোগ ব্যবস্থাপনা, হ্যাচারীতে ডিম ফুটানোর পদ্ধতি, মৎস্য হ্যাচারীতে রেণু উৎপাদনের সম্ভাব্য আয়-ব্যয়, ইত্যাদি বিষয় সহজলভ্য ভাবে হ্যাচারি মালিক,
মৎস্য খামারী, উদ্দ্যোক্তা, গবেষক, সম্প্রসারণ কর্মীসহ সংশ্লিষ্ট সকলের জন্য ই-কার্প ব্রিডিং নামক মোবাইল অ্যাপটি প্রবর্তন করা হয়েছে ।
এটি প্রচলিত হ্যাচারি ব্যবস্থাপনাকে আরো সমৃদ্ধ করবে যা মানসম্মত পোনা প্রাপ্তি নিশ্চিতকরণ তথা দেশে মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধিতে সহায়ত ভূমিকা রাখবে।
সূত্রঃ বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট, ময়মনসিংহ।