আমার নিউজ ডেক্স: পাটের ন্যূনতম মূল্য মণপ্রতি তিন হাজার টাকা নির্ধারণসহ ৩ দফা দাবিতে যশোরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ।
মঙ্গলবার কৃষক সংগ্রাম সমিতির উদ্যোগে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে স্মারকলিপি পাঠানো হয়।
এর আগে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের পক্ষে অতিরিক্তি জেলা মেজিস্ট্রেট শফিকুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি সোহরাব উদ্দিন মাস্টার, মোখলেছুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সহ-সভাপতি আশুতোষ বিশ্বাসসহ নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে পাটের মণপ্রতি ন্যূনতম মূল্য তিন হাজার টাকা নির্ধারণ,বন্ধ পাটকলগুলো খোলা, ওজনে কারচুপি রোধসহ দাবিসমূহ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
বন্যাকবলিত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণাসহ পর্যাপ্ত ত্রাণ সরবরাহ ও বন্যাপরবর্তী পুনর্বাসন ও কৃষককে সুদমুক্ত কৃষিঋণ প্রদান এবং বকেয়া ঋণ মওকুফেরও জোর দাবি জানানো হয়েছে।