আমার নিউজ ডেক্স: ভারতের কর্নাটক রাজ্যের একটি প্রকৌশল কলেজের অধ্যাপককে পাকিস্তানের প্রশংসা করায় হাঁটু গেড়ে মাফ চাইতে হয়েছে।
সন্দিপ ওয়াথার নামে ওই শিক্ষক তার ফেসবুক পেজে আটক উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দেওয়ায় পাকিস্তানের প্রশংসা করে পোস্ট দেন। একই পোস্টে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিন্দা করেন।
পাকিস্তানকে ওই শিক্ষক বুদ্ধিমান জাতি হিসেবে উল্লেখ করেন।
তবে এরপর তাকে ক্ষতমাসীন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) ক্ষোভের মুখে পড়তে হয়। তাদের চাপে নিজের ফেসবুক পোস্ট মুছেও রেহাই পাননি ওয়াথার।
সামাজিক মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের উপস্থিতিতে ওই শিক্ষক হাঁটু গেড়ে দুই হাত জোড় করে মাফ চাইছেন। তার চারপাশে এবিভিপি’র শিক্ষার্থীরা তখন বিক্ষোভ করছিল।
এবিভিপির শচিন বাগেওয়াদি, কালমেশ শাওকর, ভিনোদ মানিওয়াদ্দারসহ বেশ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন।
কলেজ কর্তৃপক্ষ মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান।