মহেশপুর, ঝিনাইদহ:
ঝিনাইদহে ভুট্ট্রা বোঝায় ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়েছে। গত ৭ মে দুপুর ২টার সময় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর টু পুড়াপড়া রোডের আলমপুরে একটি ভুট্টা বোঝায় ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে উল্টিয়ে খাদে পড়ে যায়।
মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের গৌরীনাথপুর নতুন বাজার আশাদুলের আড়ৎ থেকে ভুট্রা বোঝায় করে কোটচাঁদপুর দিকে যাওয়ার পথে মেইন আলমপুর ঢুকতে ঝিনাইদহ ট ১১- ১৫৩৮ নং ট্রাকটি অপরদিক থেকে ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে কোন হতাহত হয়নি। ট্রাকটি মহেশপুরের নাটিমা গ্রামের মোঃ শরিফুল ইসলামের।