নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মনোহরদীতে দিন ব্যাপি নানা আয়াজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে
মনোহরদীর উপজেলা প্রশাসনের উদ্যোগে মনোহরদী পাইলট উচ বিদ্যালয় মাঠে বিভিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ এবং স্বাধীনতা বিষয়ক বিভিন্ন ডিসপ্লে প্রদর্শণ করা হয়।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মাকর্তা শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী থানা ওসি মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান তারা । অনুষ্ঠানে উপজেলার বিভিন দপ্তরের অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানে প্রধান, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এরপর বিকেলে মনোহরদী পাইলট উচ বিদ্যালয় মাঠে কাবাডি, ফুটবল খেলা এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।