ষ্টাফরির্পোর: ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়নপুর মাধ্যামিক বিদ্যারয়ে গত কাল সকার ৯টা হতে বিকার ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে,। ব্যাপক উপস্থিত ছিলো শিক্ষার্থীদের উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন হয়। দিঘর্ লাইনে ভোটাদের অপেক্ষা করতে হয়। প্রধান শিক্ষক জনাব দাউদ হোসেন জানান ভোট কেন্দ্র কেন রকম গোলমাল ছাড়াই শান্তি পূর্ন ভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। যারা বিজয় হয়েছেন তারা হলেন ৬ষ্ট শ্রেনীর হুমান কবির ৩৩ ভোট ও সিহাব ২৭৩ ভোট,৭ম শ্রেনীর আনিকা ৩৯৭ ভোট ও পিন্স ৩০৭ ভেটি,৮ম শ্রেনীর আবুজুবায়েদ ২৫৬ ভোট, ৯ম শ্রেনীর রিয়াদ ভোট ৪৩১ ভোট ১০ম শ্রেনীর নাঈমু ৩৭৫ ভোট ও রিয়া ৩৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। প্রধান নির্বাচন কমিনশনার মেহেদী হাছান জানান ভোট সুষ্ট হয়েছে।