চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদায় ট্রাকের ধাক্কায় রজব আলী নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার চুয়াডাঙ্গা উপজেলার ভালাইপুর ব্রিজের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত রজব আলী দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামের মৃত রবজেল মণ্ডলের ছেলে। তিনি ব্যক্তি ইটভাটার শ্রমিক ছিলেন।
দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রজব আলী বাড়ি থেকে বাইসাইকেলযোগে ইটভাটায় কাজের উদ্দেশে পার্শ্ববর্তী ভালাইপুরে যাচ্ছিলেন।
এ সময় ভালাইপুর ব্রিজের নিকট বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রজব আলী।
পরে লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসি আরও জানান, নিহতের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।