আমার নিউজ ২৪ ডেক্স: দুর্দান্ত খেলছিলেন সৌম্য সরকার। অনন্য ব্যাটিং স্কিলের প্রদর্শনীতে এগিয়ে যাচ্ছিলেন বড় ইনিংসের পথে। মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে গড়ে তুলেছিলেন দারুণ জুটি। অসাধারণ মেলবন্ধন গড়ে উঠেছিল তাদের মধ্যে। এতে নিউজিল্যান্ডকে সমুচিত জবাব দিচ্ছিল টাইগাররা। তবে হঠাৎই খেই হারালেন সৌম্য। ট্রেন্ট বোলের বলে সরাসরি বোল্ড হয়ে ফিরলেন তিনি।
ফেরার আগে টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন সৌম্য। ফিরেছেন ক্যারিয়ারসেরা ১৪৯ রানের বীরোচিত ইনিংস খেলে। ২১ চার ও ৫ ছক্কায় এ ইনিংস সাজান বাঁহাতি টপঅর্ডার। এ পথে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন তিনি। ৯৪ বলে করেছেন সেঞ্চুরি। ২০১০ সালে লর্ডসে ৯৪ বলে সেঞ্চুরি করে রেকর্ডটি এতদিন একার ছিল তামিম ইকবালের।
শেষ খবর পর্যন্ত ৫ উইকেটে ৩৬৬ রান করেছে বাংলাদেশ। এখন ১১৫ রানে পিছিয়ে আছে সফরকারীরা। সেঞ্চুরির দোরগোড়ায় আছে মাহমুদউল্লাহ। তিনি ৯৪ রান নিয়ে ব্যাটিং করছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আছেন লিটন দাস।