আমার নিউজ ডেক্স: এবার টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিয়ারে সেরা র্যাংকিংয়ে ইংলিশ এই লেগ স্পিনার আদিল রশিদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ (৩-০) জয়ে বড় অবদান রাখেন ইংলিশ এই লেগ স্পিনার।
সিরিজে পাঁচ উইকেট শিকার করেন রশিদ। আর এই ৫ উইকেট শিকারের মধ্য দিয়ে ক্যারিয়ারে প্রথম ৭০০ রেটিং পয়েন্ট নিয়ে বোলাদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন আদিল রশিদ।
সতীর্থ ক্রিস জর্ডান সিরিজের ৬ উইকেট শিকার করে বোলারদের ১০তম তালিকায় উঠে এসেছেন। এর আগে ২০১৭ সালে বোলারদের সেরা দশে ছিলেন এ পেসার।
এছাড়া সিরিজের ৬ উইকেট শিকার করে পেস বোলার ডেভিড উইলি উঠে এসেছেন ১১তম স্থানে।
টি-টোয়েন্টি বোলাদের তালিকায় শীর্ষ প্রথম ও দ্বিতীয় স্থান অক্ষুণ্ণ রেখেছেন রশিদ খান ও সাকিব আল হাসান। ৭৮০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রশিদ খান, ৭২০ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে সাকিব, ৭০৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আদিল রশিদ।
টি-টোয়েন্টি অলরাউন্ড তালিকায় সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্ল্যান ম্যাক্সওয়েল। দ্বিতীয় পজিশনে আছেন সাকিব আল হাসান।
ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। দ্বিতীয় পজিশনে নিউজিল্যান্ডের কলিন মুনরো। তিনে গ্ল্যান ম্যাক্সওয়েল।