স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ জেলা যুব মহিলা লীগের আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা যুব মহিলা লীগের কার্যলয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে যুব মহিলা লীগের কার্যলয়ে এক আলোচনা সভা ও মিষ্টি মুখের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড সালমা ইয়াসমিন, সদস্য বুলবুল, সাদিয়া আক্তার পিত্তি, নাজমুন নাহার, তিশি আফরোজ চায়না সহ অনান্যরা উপস্থিত ছিলেন।