জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহ সদর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন গান্না ইউনিয়ন বিচিত্রার পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী ও নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) গান্না ইউনিয়ন পরিষদে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২০ শিক্ষার্থী ও নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান সভাপতিত্ব করেন ইউপি আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গান্না ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যবৃন্দ, সংগঠনটির উপদেষ্টামন্ডলী, এলাকাবাসী, সংগঠনটি স্বেচ্ছাসেবকেরা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের অনেক জায়গাতে গিয়েছি। এত চমৎকার আয়োজন আমার চোখে পড়েনি। গান্না ইউনিয়ন বিচিত্রার স্বেচ্ছাসেবী সংগঠনকে এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যাশা করি।