মোঃ রাববী আলম ডিজু (স্টাফ রিপোর্টার): আসছে আগামি উপজেলা নির্বাচন। এবারোও ক্ষমতাসীন দল আ’লীগের একাধিক ভাইস চেয়ারম্যান প্রার্থীর গুঞ্জন শুনা যাচ্ছে। ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী থাকলেও নারায়ন চন্দ্র ভট্টাচায্য সকলের সেরা। কোটচাঁদপুর আওয়ামী রাজনীতির সর্বজন স্বীকৃত ব্যক্তিত্ব, নির্ভীক, সৎ, সাহসী, জনপ্রিয় নেতা নারায়ন চন্দ্র ভট্রাচায্য আলোচনার শীর্ষে। কোটচাঁদপুর উপজেলা আওয়ামিলীগের দুর্রসময়ের কান্ডারী। তিনি ১৯৯২সাল থেকে আ’লীগ এর পক্ষে ছাত্র রাজনীতি করে আসছেন। তার রাজনীতি জীবনে অনেক সংগ্রাম করে এসেছেন।সেই সাথে তিনি দলের হাল ধরে ছিলেন। তার রাজনীতি জীবনে তিনি একাধিক বার বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন তিনি সাবেক কলেজ সভাপতি ছাত্রলীগ, সাবেক সহ সভাপতি উপজেলা ছাত্রলীগ, সাবেক দপ্তর সম্পাদক উপজেলা যুবলীগের রাজনীতি করে এসেছেন। অতি দক্ষতার সাথে বর্তমানে তিনি কোটচাঁদপুর উপজেলা পুজা উদযাপন কমিটির ১নং যুগ্ন সাধারন সম্পাদক এর দায়িত্ব সফলতার সাথে সম্পন্ন করে তিনি রচনা করেছেন সফলতার বর্ণাঢ্য এক রাজনৈতিক ইতিহাস।
তৃণমূল স্তরে আ’লীগ সমর্থিত নেতা-কর্মীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে তাঁর অবস্থান। প্রতিটি নির্বাচনে তাঁর সমন্বয় ও দিক নির্দেশনাসহ কর্মদক্ষতাই তাঁকে তৃনমূল পর্যায় থেকে উঠে আসা আদর্শবান, দক্ষ এবং রাজপথ কাপানো, অভিজ্ঞ সংগঠক হিসাবে প্রমাণ করেছে। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানের ক্ষেত্রে আ’লীগের প্রার্থীতা প্রাপ্তির যৌক্তিকতা সম্পর্কে সকলেই বলেন, নারায়ণ চন্দ্র ভট্টাচায্য শুধুমাত্র আওয়ামী সদস্যই নন, তিনি হলেন, আওয়ামীলীগ এর একজন নিঃস্বার্থবান নেতা। কোটচাঁদপুর উপজেলাব্যাপী উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক স্বাক্ষর রাখতে ও দলগতভাবে আ’লীগ নেতা-কর্মীদের সম্পৃক্ততার মাধ্যমে উন্নয়ন করার জন্য সকল মহলে বিচরণসহ গ্রহনযোগ্যতা থাকা ব্যক্তিটিই হচ্ছেন নারায়ণ চন্দ ভট্টাচায্য। তাই কোটচাঁদপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে নারায়ণ চন্দ্র ভট্টাচায্য ছাড়া অন্যকোন বিকল্প নাই। কাজেই কোটচাঁদপুর উপজেলা বাসীর একটাই দাবী আমাদের নারায়ণ চন্দ্র ভট্টাচায্য কে ভাইস চেয়া রম্যান হিসাবে দেখতে চায়।
Home ঝিনাইদহ কোটচাঁদপুর জনপ্রিয় নেতা নারায়ণ চন্দ্র ভট্টাচায্য কোটচাঁদপুর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রাথী