আমার নিউজ24ডেক্স: নিজের ছেলেকে বলি দেয়ার জন্য সরকারের কাছে ‘দরখাস্ত করেছেন’ ভারতের এক তান্ত্রিক। বিহারের বেগুসরাইয়ের মোহনপুর পাহাড়পুর গ্রামের বাসিন্দা তান্ত্রিক সুরেন্দ্রপ্রসাদ সিংহ বেগুসরাইয়ের এসডিও (সদর)-এর কাছে এই দরখাস্ত করেছেন বলে দাবি তার।
সেখানে তিনি উল্লেখ করেছেন, তার আরাধ্যা দেবীকে সন্তুষ্ট করতে নরবলির প্রয়োজন। তাকে যেন এই কাজের অনুমতি দেয়া হয়।
সুরেন্দ্রপ্রসাদ সিংহ, ‘পাগলা বাবা’ নামেই বেশি পরিচিত। তার যথেষ্ট খ্যাতিও রয়েছে। তিনি তার আবেদনপত্রটির স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে তা ভাইরাল হয়। তবে বেগুসরাইয়ের এসডিও সঞ্জীবকুমার চৌধুরী জানিয়েছেন, তিনি এমন কোনো আবেদনপত্র পাননি।
পাগলা বাবা একটি ভিডিওতে নরবলির সমর্থনে বিস্তর কথাবার্তা বলে সেটিকেও আপলোড করেন। তার মতে, নরবলি কোনো অপরাধ হতে পারে না। তিনি তার নিজের ছেলেকেই বলি দিতে চান।
পাগলা বাবার দরখাস্তটি লেখা হয়েছে ‘বিন্দু মা মানব কল্যাণ সংস্থা’ নামে এক প্রতিষ্ঠানের লেটারহেডে। পাগলা বাবার দাবি, তিনি ওই সংস্থার প্রধান। এমন ঘটনার পর ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছে প্রশাসন।