আমার নিউজ ডেক্স: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হাসেনা খাতুন (৩২) নামে এক গৃহবধূকে টেনেহিঁচড়ে সড়কে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হেলালের বিরুদ্ধে। বুধবার সকালে উপজেলার ফকিরাবাদ গ্রামে বাড়ির সামনের সড়কে তাকে পিটিয়ে হত্যা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার রাতে স্বামী হেলাল হাসেনাকে মারপিট শুরু করেন। এ সময় প্রাণভয়ে স্ত্রী হাসেনা পালিয়ে দেবরের ঘরে আশ্রয় নেন। পরে আবার স্বামী তাকে নিয়ে সারারাতই মারপিট করেন। বুধবার সকালেও বাড়ির দরজা খুলে হেলাল স্ত্রী হাসেনাকে ওই বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে প্রকাশ্য রাস্তায় পেটাতে থাকেন। এতেই প্রাণ যায় স্ত্রীর।
কুচিয়ামোড়া ক্যাম্পের এসআই আবদুল হামিদ জানান, ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বামী হেলাল উদ্দিনকে আটকের চেষ্টা চলছে।