স্টাফ রিপোর্টার(আমার নিউজ২৪): ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পৌর মহিলা কলেজের আয়োজনে জনাব শফিকুল আজম খাঁন চঞ্চল (এম পি) কে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার ২৪ মার্চ সকালে কলেজ ক্যাম্পাসে সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুর আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্র্থী মোঃ শাহাজান আলী, কোটচাঁদপুর পৌরসভার মেয়র জাহিদুল ইসলাম, আওয়ামীলীগের নেতা ফারজেল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর মহিলা কলেজের অধ্যক্ষ বিমল কান্তি সরকার।