জনি হাসান , বার্তা সম্পাদক , আমার নিউজ টুয়েন্টিফোর ডটকম
ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে একটু দূরে রাজশাহী থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস আনুমানিক সন্ধ্যা সাতটা দশ মিনিটের সময় লাইনচ্যুত হয় । তবে এ ঘটনায় কোনো হতাহতের সংখ্যা হয়নি বেশ কিছু সংখ্যক যাত্রী আহত হয়েছেন।এ ঘটনা ফায়ার সার্ভিস জানা মাত্রই ঘটনাস্থলে এসে অতি দ্রুত যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং জনগণের নিরাপত্তার স্বার্থে কোটচাঁদপুর মডেল থানার পুলিশ উপস্থিত থাকেন।
কোটচাঁদপুর স্টেশনের স্টেশন মাস্টার কাউসার আহমেদ জানান ট্রেন স্টেশন থেকে ছেড়ে গেলে একটু সামনেই কলেজ গেটে আট নাম্বার বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। তিনি আরো জানান এ ঘটনার পর থেকে খুলনার সাথে সারা বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে । প্রশ্ন করা হলে তিনি বলেন উদ্ধারকাজ কখন শুরু হবে তিনি নিজেও জানেন না ।রেল কর্মকর্তাদের এরকম দায়িত্বজ্ঞানহীনতার কারণে প্রায়ই এরকম ঘটনা ঘটে চলছে এ ব্যাপারে রেল মন্ত্রণালয়ের এবং রেল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করে যেতে হবে তা না হলে যে কোনো সময় বড় বিপদের সম্মুখীন হতে হবে।