আমার নিউজ ২৪ ডেক্স: চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যাচ্ছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির একটি প্রতিনিধি দল।
আজ রবিবার রাত ৯টার পর তারা সেখানে পৌঁছাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, মির্জা ফখরুল ইসলাম ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, ড. মঈন খান, নজরুল ইসলাম খানও যাচ্ছেন। তারা আধাঘণ্টার মধ্যে সেখানে পৌঁছাবেন।