
স্টাফ রিপোর্টার: কক্সবাজার জেলার সমুদ্র সৈকত এর গা ঘেসে অনুষ্ঠিত হয় মধুকৃষ্ণা ও শ্রী শ্রী গঙ্গা পূজা। এই গঙ্গা পুজায় দূর দুরান্ত থেকে মানুস আসে নিজেদের আত্তসুদ্দি লাভ করার জন্য, হিন্দু ধর্মীও মানুস গোসল করে ও পূজা করে ভগবানের কাছে দুয়া চায়। অনুষ্ঠান শুরু হয় সকাল ৯.৩০ মিনিটের মধ্যে এই মধুকৃষ্ণা ও শ্রী শ্রী গঙ্গা পূজার মধ্যে তারা গীতা পরিবেশনা করে থাকে।এখানে প্রধান অতিথি হিসাবে উপথিত ছিলেন মেয়র কক্সবাজার পৌরসভার সাধারন সম্পাদক,কক্সবাজার জেলা আওয়ামীলীগ এর জনাব মুজিবর রহমান।আরও উপথিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এ ছারা বিশেষ আথিতি হিসাবে ছিলেন অধ্যাপক চন্দন সরমা,মাহাবুবুর রহমান চৌধুরী প্যানেল মেয়র, শ্রী শৈবাল দাস সুমন কাওন্সিলর, ছাড়া আরও অনেক গণ্যমান্য বেক্তিবর্গ। গীতা পরিবেশনায় ছিল অদ্বৈত-অচ্যুত শিল্পী গোষ্ঠীত তুলসীধাম,নন্দনকানন।এখনে হিন্ধু ধর্মালম্বি মানুষ ও মুসলিম মানুষ ও উপথিত ছিল।