স্টাফ রিপোর্টার: কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। হিমছড়ি ঢালা থেকে গুলিবিদ্ধ লাশের পরিচয় নিশ্চিত করেছেন পুলিশ।
নিহত যুবকের নাম রফিকুল ইসলাম রফিক(৩০)। সে কক্সবাজার শহরের বইল্লাপাড়ার বাদশাহ কবিরাজের পুত্র বলে সূত্রে জানা গেছে।১৬ জুন রবিবার সকাল ১০ টার দিকে স্থানীয়রা ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা নামক স্থানে এ লাশটি পড়ে থাকতে দেখে। পরে ঈদগাঁও পুলিশকে খবর দিলে যুবকের লাশ উদ্ধার করে কক্সবাজার হাসপাতালের মর্গে প্রেরন করে।পুলিশ সূত্র জানিয়েছে নিহত যুবকের নাম রফিকুল ইসলাম রফিক। সে শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১০টির মতো মামলা রয়েছে।