আমার নিউজ24, নিজস্ব প্রতিবেদক :ঝিনাইদহ পৌর এলাকার উদয়পুর মতিয়ার রহমান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সংসদীয় ধারার বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিটি আয়োজন করেন ন্যাশনাল ডিবেট ফর বাংলাদেশ (এন ডি এফ)।
বিতর্ক কর্মশালার শুভ উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস।উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নার্গিস পারভীন, নেকতারুল ইসলাম, সুলতানা পারভীন ।
এনডিএফ বিডি ঝিনাইদহের প্রশিক্ষক হিসাবে ছিলেন আননূরে মুজাক্কিকর রিফাত, নকিব আজাদ, আব্দুস সামাদ, প্রশিক্ষণ সহযোগী ছিলেন আরিফুল ইসলাম মিটুল, সবুজ হোসেন, আব্দুস সামাদ জুয়েল, ইমন হোসেন, আরিফ হোসেন।
এনডিএফ বিডি প্রশিক্ষক আননূরে মুজাক্কিকর রিফাত বলেন এনডিএফ বিডি ঝিনাইদহ অঞ্চলের বহুমূখী কর্মপরিকল্পনার অংশ হিসাবে ঝিনাইদহ জেলার ত্রিণমূল শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্কের আলো ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর।
শুধুমাত্র বিতর্ক কর্মশালার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো না বরং প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে নিয়মিত বিতর্ক চর্চা হয় তার সার্বিক চেষ্টা করে যাবো।