আমার নিউজ ক্রিড়া ডেক্স: এএফসি অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে রোববার (৩ মার্চ) চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। মান্ডালার থিরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার দুপুর আড়াইটায়।
আসরের প্রথম ম্যাচে ফিলিপিন্সকে ১০-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্তভাবে আসর শুরু করেছে বাংলার জয়িতারা। সে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ফরোয়ার্ড তহুরা খাতুন। দ্বিতীয় ম্যাচেও শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে মারিয়া মান্ডারা।
লক্ষ্যটা এবার অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। সে লক্ষ্যে ম্যাচের আগের দিন হোটেলে হালকা অনুশীলন করেছে বাংলাদেশ। এরপর সুইমিং করে সময় কাটিয়েছে নির্ভার ছোটন শিষ্যরা।
প্রতিপক্ষ চীন দলীয় শক্তিতে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে। তবে, সামর্থ্যের সেরাটা দিতে পারলে ভাল করাটা কঠিন হবে না বলেই মনে করছেন কিশোরীরা।